আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বেনাপোল সীমান্তবর্তী ইছামতী নদী থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

বেনাপোল সীমান্তবর্তী ইছামতী নদী থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


jessoreবেনাপোল (যশোর): যশোরের বেনাপোল থানার পুটখালী সীমান্তবর্তী ভারতের ইছামতী নদী থেকে গুলজার হোসেন (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে ভারতীয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান নিহত ব্যক্তির ছেলে লিয়াকত হোসেন।

তিনি আরো জানান, তার বাবা রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে ইছামতী নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ভারতীয়দের কাছে খবর পেয়ে ভারতের চব্বিশপরগণা জেলার বন্যবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্য ও সে দেশের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।