বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
বেনাপোল (যশোর) সংবাদদাতা : জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি ও রপ্তানি কার্যক্রম।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জানান, জন্মাষ্টমীর ছুটির জন্য সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি ও রপ্তানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট রবিবার (২৯ আগস্ট) বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছেন।