আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বেবি বাম্পের ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

বেবি বাম্পের ছবি নিয়ে মুখ খুললেন বুবলী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১০:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  চিত্রনায়িকা শবনম বুবলীর বেবি বাম্পের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দুটি নিজেই নায়িকা প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। এবার সেই বেবি বাম্পের বিষয়ে মুখ খুলেছেন তিনি। বুবলী বিষয়টি নিয়ে বলেন, কিছু ব্যপার তো আছে। এগুলো নিয়ে আমি পরে কথা বলব। ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। ভাইরাল হওয়া ছবির বিষয়ে আমি অবশ্যই কয়েক দিনের ভেতরে সকলের সাথে কথা বলব। সকলের কাছে একটাই অনুরোধ এই ছবি নিয়ে কেউ ভুল ব্যাখ্যা প্রচার করবেন না। যেহেতু এটি একটি ইমোশনাল ইস্যু, সেনসেটিভ ইস্যু। আমি যেহেতু একজন মুসলিম সেহতু আমি বলব সবকিছুর পেছনে ব্যাখ্যা আছে। আমি সবার সাথেই সেটি পরিষ্কার করব। এদিকে বছর কয়েক আগে শাকিব খানের সাথে বুবলীর সম্পর্কের গুঞ্জন ওঠে। পরবর্তীতে বুবলী অন্তঃসত্বা এমন গুঞ্জন উঠে। তারপর পরই প্রায় নয় মাস উধাও ছিলেন বুবলী। এরপর বিররি ভেঙে ফিরে জানান, আমেরিকায় ছিলেন বুবলী। শাকিবের সাথে নিজের প্রেমের সম্পর্ক নিয়েও পরিস্কার কিছু বলেননি তিনি।