বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতিত্ব হারানোয় সংসদে ক্ষোভ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: উচ্চ আদালতের রায় অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি থাকার এখতিয়ার নেই। আদালতের এ সিদ্ধান্তে এমপিদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে দশম জাতীয় সংসদের একদশমত অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এ ক্ষোভ প্রকাশ করেন।
আব্দুর রহমান বলেন, সম্প্রতি উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে আমাদের সবারই এ বিষয়ের ওপর দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বা প্রশাসনিক একটি সিদ্ধান্তের বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজগুলোতে এমপিরা সভাপতি হিসেবে থাকতে পারবেন না।
তিনি বলেন, এ কথা সত্যি, আমি নিজে কখনোই একটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে থাকতে আগ্রহী না। আমি এখনো আমার নিজের নামে একটি টেকনিক্যাল কলেজ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে সভাপতি নাই। কিন্তু বিষয়টি এমন ভাবেই প্রতিয়মান হয়েছে যে সংসদ সদস্যদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে না থাকবার পরামর্শ দেওয়া হয়েছে বা বলা হয়েছে এতে আমি মনে করি আমাদের অধিকার ক্ষুন্ন হয়েছে।
বক্তব্যে আব্দুর রহমান আরও বলেন, বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত আমরা মাথাপেতে গ্রহণ করি। তেমনি ভাবে আমার একটি প্রশ্নও থাকবে যে, এ সিদ্ধান্তটি কেবল মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত? নাকি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে আদালতের গিয়ে গড়ানো উচিত। তিনি এজন্য শিক্ষামন্ত্রী ব্যাখা চান।