আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বৈরী আবহাওয়া: বরিশালে ছোটো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বৈরী আবহাওয়া: বরিশালে ছোটো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


lonchবরিশাল:  বৈরী ও প্রতিকূল আবহাওয়ার কারণে বরিশালের আভ্যন্তরীণ রুটে সব ধরনের ছোটো ছোটো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সকালে এ নিষেধাজ্ঞা জারি করে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞার আওতায় ৬৫ ফুটের চেয়ে ছোটো কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। তবে এর চেয়ে বড় লঞ্চগুলো চলাচলে কোনো বাধা নেই, তারপরও তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।