আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বৈশাখ উপলক্ষে আসছে সানি আজাদের দুই গান

বৈশাখ উপলক্ষে আসছে সানি আজাদের দুই গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২১ , ১:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আবারও নতুন দুটি গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘প্রেমের হুইসেল’ এবং ‘বাংলার ঢোল’ শিরোনামের দুটি গান আসছে আগামী বৈশাখ উপলক্ষে। ‘প্রেমের হুইসেল’ গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন এফ এ প্রিতম । মিউজিক রাজ এবং মিক্স মাস্টার করেছেন এম এ রহমান। ‘বাংলার ঢোল’ গানটির কথা লিখেছেন আবুল হোসেন। এটারও সুর করেছেন এফ এ প্রিতম এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, দুটি গানই ভিন্ন ধারার। গানের কথা, মিউজিক এবং সুর সত্যিই ভালোলাগার মতো। আশা করছি; গান দুটি সবার ভালো লাগবে। ভিডিওসহ ‘প্রেমের হুইসেল’ গানটি ‘আইচ সং’ এবং ‘বাংলার ঢোল’ শিরোনামের গানটি ‘আহমেদ সজিব অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে।