আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড বোকো হারামের হামলায় ৩২ সেনা নিহত

বোকো হারামের হামলায় ৩২ সেনা নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Bokoকাগজ অনলাইন ডেস্ক: জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজারের ৩০ সেনা ও নাইজেরিয়ার দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়া সীমান্তের কাছে নাইজারের একটি সেনা ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় বোকো হারামের শতাধিক সশস্ত্র সদস্য। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

আহরাম অনলাইনে এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, বোকো হারামের বেশ কিছু সদস্য হতাহত হয়েছে। তবে হামলাকারীরা তাদের নিহত ও আহত সদস্যদের নিয়ে গেছে।

শনিবার সকালে নাইজার সেনাদের একটি দল বোসো শহরে বোকো হারামের বিরুদ্ধে হামলা চালায়। শহর থেকে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। ওই এলাকায় পরিস্থিতি এখন শান্ত।

২০১৫ সালে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা চালায় বোকো হারাম। এরপর থেকে প্রায়ই নাইজারে হামলা চালিয়ে আসছে তারা। নাইজেরিয়ায় বোকো হারামের শক্তিশালী ঘাঁটি রয়েছে। মূলত নাইজেরিয়া থেকেই নাইজারে হামলার পরিকল্পনা করে এবং হামলা চালায় তারা।

নাইজেরিয়ায় বোকো হারামের ভয়াবহ সন্ত্রাসী কর্মকা-ে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ মারা গেছে। বাস্তুহীন হয়ে পড়েছে প্রায় ২৬ লাখ মানুষ।