আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল বোনকে সাথে নিয়ে চমক তারার ‘দ্য চমক’

বোনকে সাথে নিয়ে চমক তারার ‘দ্য চমক’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২০ , ৭:৪১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেতক : এবার ব্যবসায় নামলেন মডেল-অভিনেত্রী চমক তারা। তবে বিভিন্ন ডিজাইনের ড্রেস এবং কসমেটিকস্-এর ব্যবসাটা তিনি অনলাইনেই শুরু করেছেন। নাম দিয়েছেন ‘দ্য চমক’। সাথে রয়েছে তার ছোট বোন নুসরাত রাত্রী । প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মডেল হিসেবেই ছোট বোনকে রেখেছেন তিনি। ‘দ্য চমক’র অনলাইন পেজ-এ পাওয়া যাচ্ছে শাড়ি, কুর্তী, সেলোয়ার কামিজসহ বিভিন্ন ডিজাইনের পোশক। শুধু তাই নয়, বিভিন্ন প্রসাধন সামগ্রীও সামনে থেকে থাকবে বলে জানিয়েছেন চমক।

বললেন, এখন আমরা সবাই অনেকটা অনলাইন কেনাকাটার দিকেই ঝুকে পরেছি। আমি নিজেও অনলাইন থেকে কেনাকাটা করি। সে চিন্তাধারা মাথায় রেখেই অনলাইন ব্যবসাটা শুরু করেছি। এক মাস হয় আমার যাত্রা শুরু। এর মধ্যে সাড়াও ভালো পাচ্ছি। আমার এখানে বিশেষ করে মেয়েদের আইটেমগুলোই পাওয়া যাবে বেশি। তবে আস্তে আস্তে চিন্তা রয়েছে ছেলেদের বিভিন্ন আইটেম ও রাখার। আশা করছি; সবার সহযোগিতা পেলে আমি অনেকদূর যেতে পারবো। এ জন্য সবার দোয়া কামনাও করছি।

https://www.facebook.com/Dachamokfashionwear/