আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান বোর্ড সভার ও ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো সভায় অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ২০২০ সালে কোম্পানিটি ২০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৭ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৫৯ পয়সা। এছাড়া, তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ফান্ডগুলোর মধ্যে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৯ আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৯ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।