আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বোয়ালখালীতে আগুনে পুড়ল সাড়ে ১২ হাজার মুরগি, ১২ লাখ টাকার ক্ষতি

বোয়ালখালীতে আগুনে পুড়ল সাড়ে ১২ হাজার মুরগি, ১২ লাখ টাকার ক্ষতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


1461678236_13চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ১২ হাজার মুরগি পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার নাজিরাখালীতে শাহাদাত মুরগি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে। ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অাগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুমের অপারেটর বিশাল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নাজিরাখালীতে শাহাদাতের মুরগির ফার্মে আগুন লাগে। খবর পেয়ে বোয়ালখালী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে সাড়ে ১২ হাজার মুরগি পুড়ে গেছে।

ঘটনাস্থল থেকে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান জানান, আগুনে সাড়ে ১২ হাজার ডিম পাড়া মুরগি পুড়ে গেছে। এ সময় হাজার দুয়েক মুরগিকে বাঁচানো সম্ভব হয়েছে।