আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ব্যবসার পরিধি বাড়ছে নিপুনের

ব্যবসার পরিধি বাড়ছে নিপুনের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


কাগজ অনলাইন বিনোদন: নতুন ছবির খবর নেই। কালেভদ্রে অংশ নিচ্ছেন নাটকের শুটিং কিংবা শোবিজের কোনো অনুষ্ঠানে। বাকি সময়টা কাটছে ব্যবসার কাজে। চিত্রনায়িকা নিপুনের দিনলিপি এমনই। সম্প্রতি নিপুন জানালেন তার ব্যবসার পরিধি বাড়ছে।

বছরের প্রথম দিনে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে অত্যাধুনিক একটি পার্লার খুলেছেন নিপুন। বনানীতে ওই প্রতিষ্ঠানেই সময় কাটছে তার। নায়িকা এখন সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসার পরিধি বাড়াবেন। এবার একটি কফিশপ খোলার কথা ভাবছেন নিপুন। বনানীর কামাল আতাতুর্ক রোডে হবে এই কফিশপ। নিপুন মোটামুটি কাজ গুছিয়ে এনেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি পছন্দের চিত্রনাট্যের ছবিতে অভিনয় করছেন। বেছে বেছে কাজ করার কারণে ব্যবসা চালিয়ে যেতে অসুবিধা নেই তার। অভিনয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান। যে কারণে ছোটপর্দার কাজেও আপত্তি নেই তার। আপাতত নতুন ছবির শুটিং না থাকলেও ঈদে একাধিক নাটক নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির থাকবেন তিনি। সাজ্জাদ সুমনের ‘ঘ্রাণবাবা’র কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী আফরান নিশো।

নিপুন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ব্যবসাকে প্রাধান্য দিতে চাই। দুটোই আমার ভালো লাগার কাজ। তবে অভিনেত্রী নিপুন পরিচয়টাই আমি বেশি উপভোগ করি।’