আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ব্যস্ত সময় পার করছেন গীতিকবি সাইফুল বারী

ব্যস্ত সময় পার করছেন গীতিকবি সাইফুল বারী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সাইফুল বারী। বর্তমান সময়ের উদীয়মান ব্যস্ত গীতিকবি। এ পর্যন্ত একাধিক শিল্পীর জন্য গান লিখেছেন তিনি। হাতে আছে বেশ কয়েকটি গানের কাজ। সম্প্রতি তার লেখা ‘স্বার্থপর’ শিরোনামে দারুণ একটি ফোক গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। এছাড়াও তার লেখা গান গেয়েছেন দুঃখ কোথায় থুই- কাজী শুভ, ‘মন পাখিটা’ শিরোনামে গেয়েছেন রিংকু, ইমন খান গেয়েছেন ‘মানলো না পোষ খাঁচার পাখি’ ‘কী যে যনন্ত্রনা’, বিজন গেয়েছেন ‘ভব সংসার’ এবং শফিক মাহমুদ গেয়েছেন ‘বাসলে কেনো ভালো’, ‘একটা আকাশ’, ধর্ম-কর্ম ভুলে- রাজু মন্ডল, পথিক উজ্জ্বল গেয়েছে ‘অন্তর করলাম ছাই’, ‘জ্বালার মালা’ শিরোনামের গান।

এ গান গুলো দেশের সুনামধন্য মিউজিক কোম্পানী থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে সাইফুল বারী জানান। তিনি বলেন, ২১ আমার জন্য মঙ্গল বার্তা নিয়ে এসেছে। একের পর কাজ পাচ্ছি। সকলের সহযোগীতা ও ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন।