আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ব্যাংকক থেকে দেশে ফিরলেন আটকে পড়া ৪৮ বাংলাদেশি

ব্যাংকক থেকে দেশে ফিরলেন আটকে পড়া ৪৮ বাংলাদেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা করাতে গিয়ে এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমানবন্দর সূত্র জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে থাই কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয়। থাই কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে ৪৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এগিয়ে আসে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ইউএস-বাংলার ফ্লাইটে আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরবে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা।