আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ল

ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : মহামারীর বিস্তার ঠেকাতে বিধিনিষেধের মেয়াদ আরও এক দফা বর্ধিত করার মধ্যেই ব্যাংকে লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত এপ্রিল থেকে বিধি-নিষেধ চলছে, বুধবার তা আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেন সাড়ে তিনটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত দেওয়া হয় বলে দিনের শেষে প্রতিনিধিকে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।
বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে তিনটা পর্যন্ত লেনদেন চলছিল। সর্বশেষ ৩০ মে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে তিনটা পর্যন্ত করা হয়েছিল।
স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন হয় চারটা পর্যন্ত এবং কর্মকর্তারা অন্যান্য কাজের জন্য পাঁচটা বা এর বেশি সময় শাখা খোলা রেখে কাজ করেন। লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক অন্যান্য কাজের জন্য বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপ করে।