আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, বাজারে ক্রেতার ঢল

ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, বাজারে ক্রেতার ঢল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। সরকারের এই কঠোর বিধিনিষেধের আওতায় গণপরিবহন, মার্কেটের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রমও। তাই ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে সাধারণ মানুষের। সকাল থেকেই প্রতিটি ব্যাংকেই দেখা গেছে দীর্ঘলাইন। গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকতারা। ব্যাংকের শাখাগুলোয় টাকা জমা কিংবা ইউটিলিটি বিল পরিশোধের তুলনায় উত্তোলন হচ্ছে কয়েকগুণ বেশি।
এদিকে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা সাধারণের ঢল নেমেছে। কাল থেকে লকডাউন ও রমজান শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
বাজারগুলোতে ক্রেতাদের অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যবিধির বালাই চোখে পড়েনি। রাজধানীর কাওরানবাজার, হাতিরপুল, নিউমার্কেট, মৌচাক, যাত্রাবাড়ীসহ ছোট-বড় সব মার্কেটেই একই চিত্র চোখে পড়েছে।