আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন বহাল

ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন বহাল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


10কাগজ অনলাইন প্রতিবেদক: সন্ত্রাস বিরোধী দুইটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।

ব্যারিস্টার শাকিলা ফারজানার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

এর আগে রুল নিস্পত্তি করে শাকিলা ফারজানাকে জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জামিন স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

এ আবেদনের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ এর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ শাকিলার জামিন বহাল রাখে।

২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭।

পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।