আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা নেগেটিভ

ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা নেগেটিভ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২০ , ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে ব্রাজিলের প্রেসিডেন্টের। আনাদোলু এজেন্সি ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন । বোলসোনারোর এক টুইটে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করে বরাবরই হাইড্রোক্সিক্লোরোকুইনের গুণগান গাইতে শোনা গেছে ব্রাজিলের প্রেসিডেন্টকে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে এক স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তও করেছেন তিনি। অনেকের দাবি, সরকারের অবহেলার কারণেই বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল।