আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরেছেন আলভেস-জেসুস, জায়গা হয়নি ফিরমিনোর

ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরেছেন আলভেস-জেসুস, জায়গা হয়নি ফিরমিনোর


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২২ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : বয়স চল্লিশের কোঠা ছুঁই ছুঁই। ক্লাব ফুটবলে লাইমলাইটে নেই। ব্রাজিলের সবশেষ দুই প্রীতি ম্যাচেও জায়গা হয়নি স্কোয়াডে। সবমিলিয়ে দানি আলভেসের অবসর দেখছিলেন অনেকে। তবে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে বিশ্বকাপ দলে ফিরিয়েছেন ব্রাজিল কোচ তিতে। প্রীতি ম্যাচ না খেললেও কাতার বিশ্বকাপে খেলবেন গ্যাব্রিয়েল জেসুসও। আলভেস-জেসুসদের আনন্দের দিনে দুঃসংবাদ পেয়েছেন রবার্তো ফিরমিনো। লিভারপুলের এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি তিতে। ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ১৪ই নভেম্বরের মধ্যে অংশগ্রহণকারী ৩২ দলের স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। সোমবার রাতে সবার আগেই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তারকাবহুল আক্রমণভাগ নিয়ে হেক্সা বিশ্বকাপের জন্য কাতারে লড়বে ব্রাজিল। নেইমারের সঙ্গে দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, অ্যান্তনি, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের নিয়ে আক্রমণভাগ সাজিয়েছেন কোচ তিতে। রক্ষণে অভিজ্ঞ দানি আলভেসের সঙ্গে ডাক পেয়েছেন দানিলো, অ্যালেক্স সান্দ্রো, এদের মিলিতাও এবং থিয়াগো সিলভা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত জুলাইয়ে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দেন আলভেস। পরে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে ৩৯ বছর বয়সী এই রাইট-ব্যাককে রাখেননি তিতে। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচ খেলা আলভেসের বিশ্বকাপ দলে ফেরাটা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। আলভেসকে দলে রাখা নিয়ে সমালোচনা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিতে বলেছেন, ‘আমি এখানে টুইটার সমালোচকদের খুশি করতে আসিনি।’ ফিরমিনোর বাদ পড়াটাও বড় চমক। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে ১২ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দারুণ ছন্দে থাকার পরও তিতের বিবেচনায় আসেননি ফিরমিনো। এদিকে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অ্যাস্টন ভিলার প্লেমেকার ফিলিপে কুটিনহো। মিডফিল্ডে কাসেমিরো, ফ্যাবিনহোদের সঙ্গে রয়েছেন ফ্রেড, লুকাস পাকেতা, ব্রুনো গিমারেজ ও এভারটন রিভেইরো। গোলরক্ষকের পজিশনের জন্য লড়বেন প্রিমিয়ার লীগের দুই অন্যতম সেরা কিপার আলিসন বেকার ও এদেরসন। এছাড়া ব্রাজিলের অন্য গোলকিপার হলেন ওয়েভেরতন। ২৫শে নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস), দানিলো (জুভেন্টাস), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (জুভেন্টাস)।
মিডফিল্ডার: কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), এভারটন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্তনি (ম্যানইউ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।