আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ব্রাজিলে মন্ত্রিসভায় বড় রদবদল

ব্রাজিলে মন্ত্রিসভায় বড় রদবদল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২১ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবিলায় চরম ব্যর্থতার পর ব্রাজিলের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরনেস্তো আরৌজোকে সরিয়ে সেখানে উগ্র-ডানপন্থী কার্লোস কার্লোস আলবার্টো ফ্যাংকো ফ্রাংকাকে বসানো হয়েছে। বিবিসি ও ডয়চে ভেলে এমন খবর দিয়েছে। সোমবার দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জইর বোলসোনারো এই রদবদল করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরৌজো। প্রতিরক্ষা ও বিচারবিষয়ক মন্ত্রীও পরিবর্তন করা হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এই প্রথম বড় ধরনের কোনো পরিবর্তন আনলেন সাবেক এই সেনাকর্মকর্তা। বোলসোনারোর আদর্শিক মিত্রদের একজন আরৌজো। কিন্তু পর্যাপ্ত করোনার টিকা সরবরাহে ব্যর্থতার পর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জো বাইডেন প্রশাসনে তেমন গুরুত্বও পাচ্ছিলেন না আরৌজা। যে কারণে মার্কিন করোনার টিকার ভাণ্ডারে খুব একটা ভাগ বসাতে পারেনি ব্রাজিল। ভ্যাকসিন পরাশক্তি চীনকে নিয়ে রসিকতা করেও সমালোচিত হন তিনি। সব মিলিয়ে বোলসোনারো বেকায়দায় পড়ে গেছেন। টিকার সম্ভাব্য উৎস ছাড়াও ব্রাজিলের বড় বাণিজ্যিক অংশীদার হল চীন। এছাড়া প্রায়ই পরিবেশবাদীদের কটাক্ষ করতে দেখা গেছে ব্রাজিলের সাবেক এই মন্ত্রীকে। মূলত করোনা মহামারী প্রতিরোধে ব্যর্থতা থেকে লোকজনের মনোযোগ অন্যত্র সরিয়ে নিতেই তিনি এসব করছিলেন। দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ মানুষ। আরৌজার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রাজিলের আন্তর্জাতিক অবস্থান নষ্ট করে দিয়েছেন। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে তিনি ভালোভাবে ম্যানেজ করতে পারেননি। করোনার পর্যাপ্ত টিকা সংগ্রহের ব্যর্থতা মূলত এ কারণেই। মন্ত্রিসভায় নতুন যাদের নেওয়া হয়েছে, উগ্র -ডানপন্থী দলগুলোর সমর্থন আছে তাদের। কংগ্রেসে এসব দলই বোলসোনারোকে সমর্থন দিয়ে আসছে।