আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ব্রাজিলে করোনায় আক্রান্ত ৫ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় আক্রান্ত ৫ লাখ ছাড়াল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৫:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠছে ব্রাজিল। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৯৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪১ জনের।

গত একদিনে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৯ জন এবং মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬ হাজারের বেশি মানুষের।

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ২৮ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ।