আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ব্রাজিলে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি: দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু

ব্রাজিলে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি: দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২১ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। করোনা মহামারীর একবছরে দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় (বুধবার) লাতিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দু’হাজার ৩৪৯ জন।
এদিন ৮০ হাজার ৯৫৫ জনের শরীরে নতুনভাবে শনাক্ত হয় করোনাভাইরাস।
গত বছর মে মাসে করোনার হটস্পট হয়ে উঠে ব্রাজিল। সেসময় মৃত্যু সংখ্যায় ইউরোপকে ছাড়িয়ে যায় লাতিন দেশটি। গেল এক বছরে মৃত্যুহারে ওঠা-নামা থাকলেও এখন মোট প্রাণহানির দিক থেকে ওপরে কেবল যুক্তরাষ্ট্র। কিছুদিন ধরে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিস্তারে ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। ফলে স্বাস্থ্যখাতে পড়েছে ব্যাপক চাপ। দেশটির ২৭ রাজ্যের ২৫টির রাজধানীতেই ৮০ শতাংশের বেশি আইসিইউ বেড পূর্ণ। ব্রাজিলে মোট প্রাণহানি দু’লাখ ৭১ হাজারের মতো। এক কোটি ১২ লাখের ওপর সংক্রমণের শিকার দেশটিতে। সূত্র: ফ্রান্স২৪