আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


sao-pauloঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

বৃহস্পতিবার (০৯ জুন) দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাও পাওলো রাজ্য থেকে ১২০ কিলোমিটার দূরের একটি সড়কে স্কুল শিক্ষার্থীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।