আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে তরুণীর লাশ ফেলে পালালেন স্বজনরা!

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে তরুণীর লাশ ফেলে পালালেন স্বজনরা!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২১ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হেনা বেগম নামের এক তরুণীর লাশ ফেলে স্বজনদের পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হেনা বেগম নাসিরনগর উপজেলা পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, হেনা বেগমকে সন্ধ্যায় এক নারী ও এক পুরুষ হাসপাতালে আনেন। সেই সময় তারা নিজেদের হেনা বেগমের আত্মীয় বলে পরিচয় দেন।
এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘রোগীকে যারা নিয়ে এসেছিলেন সেই দুজন জানিয়েছিলেন হেনা ধানের পোকা মারার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কীটনাশক খাওয়ার পর অজ্ঞান হলে তাকে হাসপাতালে আনা হয়েছিল।’ তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তরুণীটি মারা গেছেন- জানানোর পর ওই দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। তারা কেন পালিয়ে গেছেন তা জানা যায়নি।