আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ব্রা বিতর্কে শ্বেতাকে আইনী নোটিশ

ব্রা বিতর্কে শ্বেতাকে আইনী নোটিশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ঈশ্বর আমার ব্রা’র সাইজ মাপছেন’- এমন একটি মন্তব্য ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে ফেলেছে মহাবিপদে! এবার তার কাছে আইনী নোটিশও গেছে। শ্বেতাকে আইনী নোটিশ পাঠিয়েছেন মধ্যপ্রদেশের শিবপুরি জেলার আইনজীবী জিতেন্দ্র সমাদ্যিয়া।

সম্প্রতি ‘শো স্টপার’ নামের একটি ওয়েবসিরিজের প্রোমোশনে অংশ নিয়ে শ্বেতা ব্রা নিয়ে বিতর্কীত মন্তব্য করেন। ওই মন্তব্যের জন্য অবশ্য পরে ক্ষমাও চান তিনি। কিন্তু এতে ক্ষোভ প্রশমন হয়নি ভারতের কট্টরপন্থীদের। শ্বেতার বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে।

ওই আইনী নোটিশে ‘শো স্টপার’ ওয়েবসিরিজের সকল কলাকুশলীকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আইনজীবী বলেন, যদি তারা ক্ষমা না চান, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

শ্বেতা তিওয়ারি ছাড়াও ওই ওয়েবসিরিজ তৈরির সঙ্গে জড়িত সৌরভ রাজ জৈন, দিগঙ্গনা সূর্যবংশী, কঙ্গালজিৎ সিং ও রোহিত রায়কেও নোটিশ পাঠানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া