আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ব্রিটনির নতুন আত্মজীবনী আসছে

ব্রিটনির নতুন আত্মজীবনী আসছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২২ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :    মার্কিন সংঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের জীবন সম্পর্কে জানতে কে না আগ্রহী! ব্রিটনিও হয়তো বিষয়টি ভালো জানেন। তাই এবার নিয়ে আসছেন নতুন আত্মজীবনী। সেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সন্নিবেশিত থাকবে। মার্কিন গণমাধ্যমে খোদ ব্রিটনিই আত্মজীবনী লেখার খবরটি নিশ্চিত করেছেন। সোমবার রাতে ইন্সটাগ্রামে নতুন একটি বার্তা পোস্ট দেন ব্রিটনি। সেখানে তিনি লেখেন, জীবনের ব্যাথাদায়ক ঘটনাপ্রবাহ আত্মজীবনীতে তুলে আনার চেষ্টা করছেন, যে কথাগুলো তিনি কখনোই খোলাখুলিভাবে প্রকাশ করতে পারেননি।

নানা কারণে, নানা বিতর্কে জড়িয়ে ঘটনাবহুল এক জীবন পার করছেন ব্রিটনি। মাদকাশক্তি, বার বার মাদক-পূনর্বাসন কেন্দ্রে যাওয়া, অভিভাবকত্ব নিয়ে পিতা জেমি স্পিয়ার্সের সঙ্গে আইনী লড়াই, বিয়ে ও বিচ্ছেদ- এসব নানা বিষয় তার জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে। এগুলো নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহেরও কমতি নেই। তাই তার আত্মজীবনী নিয়েও তারা আগ্রহ দেখাবেন- এটাই স্বাভাবিক। সূত্র: বিবিসি।