আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বড়াইগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বড়াইগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest - Copy (2)নাটোর: নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ আকতার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটঘড়িয়া স্লুইস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকতার হোসেন আটঘড়িয়া গ্রামের আবুল মাজনের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, আকতার হোসেন একজন মাদকসেবী ও বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আটঘড়িয়া স্লুইস গেট এলাকায় তার পানের দোকনে (স্থানীয় ভাষায় ঢোপ) অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।