আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বড়াইগ্রামে সুনীল গোমেজ হত্যায় তদন্ত তদারক কমিটি গঠন

বড়াইগ্রামে সুনীল গোমেজ হত্যায় তদন্ত তদারক কমিটি গঠন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


natoreনাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ব্যবসায়ী সুনীল গোমেজ (৬০) হত্যা মামলা সুষ্ঠভাবে পরিচালনা ও তদন্ত কাজে সহায়তার জন্য ছয় সদস্যের একটি তদন্ত তদারক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাতে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, বড়াইগ্রামের এএসপি (সার্কেল) শফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ আব্দুল হাই, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও সুজন হোসেন।

এদিকে, তদন্ত কাজে সহযোগিতার জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা সকাল থেকে বনপাড়ায় অবস্থান করছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (৬ জুন) রাতে তারা নাটোরে পৌঁছেছেন। এরা হলেন- ঢাকা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ফরিদুল ইসলাম ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের।

এ তথ্য নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুর্খাজী বলেন, ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা দুই-তিন দিন নাটোরে অবস্থান করে মামলার তদন্তে সহায়তা করবেন।

এছাড়া ছয় সদস্যের তদন্ত তদারক দল তদন্তকাজে সহায়তার পাশাপাশি পুরো বিষয়টি মনিটরিং করবেন বলে তিনি জানান।