আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বড় স্কোরের পথে বাংলাদেশ

বড় স্কোরের পথে বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২১ , ৫:৩০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   লিটন দাসের সঙ্গে ওপেনিং জুটিটা ভালোই গড়েছিলেন আজ। ৪০ রানের সেই জুটি বাংলাদেশকে শুধু উড়ন্ত সূচনা নয়, দারুণ আত্মবিশ্বাসও এনে দিয়েছিল। লিটন ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও আরেকপ্রান্ত ধরে খেলে যাচ্ছেন আরেক ওপেনার, তরুণ নাইম শেখ। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন নাইম। ক্যারিয়ারে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি এবং চলতি বিশ্বকাপে দ্বিতীয়। লাহিরু কুমারাকে বাউন্ডারি মেরেই অর্ধশতকের ঘর স্পর্শ করেন তিনি। এ রিপোর্ট লেখার সময় নাইমের রান ৪৭ বলে ৫৬। ৫টি বাউন্ডারি মারলেও একটিও ছক্কা মারেননি তিনি। বাংলাদেশের রান এ সময় ১৪.৫ ২ উইকেট হারিয়ে ১১৮। ৩৪ রান নিয়ে নাইমের সঙ্গী মুশফিকুর রহীম।

এর আগে, মাঠে নেমেই দুটি বাউন্ডারি মারলেন। সাকিব আল হাসান যেন শ্রীলঙ্কান বোলারদের বলে দিলেন, ‘সাবধান! আমি কিন্তু আজ ঝড় তুলতেই মাঠে নেমেছি।’ কিন্তু সাকিবের সতর্কবার্তা মোটেও গায়ে মাখলেন না লঙ্কান বোলাররা। উল্টো ঝড়ের আভাস দেয়া সাকিবের স্ট্যাম্প সমূলে উৎপাটন করে দিলেন লঙ্কান পেসার চামিকা করুনারত্নে।

লিটন আউট হওয়ার পর মাঠে নেমে মাত্র ৭ বল উইকেটে টিকলেন। দুই বাউন্ডারিতে রান করলেন ১০টি। এরপরই করুনারত্নের বলে বোল্ড হয়ে গেলেন। বল ছিল লেগ স্ট্যাম্পের ওপর। সাকিব চেয়েছিলেন ফ্লিক করতে। কিন্তু ডেলিভারিটি ছিল খুবই নিখুঁত। ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।ওপেনিং নিয়ে সব সময়ই সমালোচনা। কারণ, ওপেনাররা কখনোই একটি ভালো সূচনা এনে দিতে পারেন না। সেই অপবাদ ঘোচাতেই কি না আজ শ্রীলঙ্কার বিপক্ষে ধনুর্ভঙ্গ পণ করে নেমেছেন নাইম শেখ এবং লিটন দাস।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। বলা হয়ে থাকে টস জয়, অনেক সময় ম্যাচ জয়ের গ্যারান্টি দিয়ে থাকে। যে কারণে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন প্রথমে ব্যাট করার জন্য।