আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল বয়সের পার্থক্য বেশি হলেই কি সম্পর্ক সফল হয়?

বয়সের পার্থক্য বেশি হলেই কি সম্পর্ক সফল হয়?


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২২ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


লাইফস্টাইল ডেস্ক : আর মাত্র ৪ দিন পরই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ১৪ এপ্রিলে জাকজমকভাবে পালিত হবে তাদের বিয়ে। দীর্ঘদিন ধরেই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রণবীর ও আলিয়া জুটি। অবশেষে তা পরিণতি পেতে চলেছে। যদিও প্রথম থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক কত দিন টিকবে, তা নিয়ে সবার মধ্যেই আলোচনা ও সমালোচনা চলছিলো। এর অন্যতম এক কারণ হলো রণবীর ও আলিয়ার বয়সের পার্থক্য। জানা যায়, তাদের দুজনের বয়সের ফারাক ১১ বছরের। অনেকে আবার বলছেন, বয়সের ফারাক বেশি বলেই নাকি রণবীর ও আলিয়ার সম্পর্ক এতটা মজবুত হয়েছে। যদিও বলিউডে অসম সফল প্রেমের উদাহরণ অনেক আছে। এই তো গত বছরই বিয়ে করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ক্যাটরিনা ভিকির চেয়ে ৫ বছরের বড়। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী জীবন কাটাচ্ছেন। অন্যদিতে প্রিয়ঙ্কা চোপড়া তার চেয়ে ১০ বছরের ছোট নিকি জোনাসের সঙ্গেও বেশ সুখী দাম্পত্য জীবনে। সদ্য তারা কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন সারোগেসির মাধ্যমে। আবার কারিনা কাপুরও তার চেয়ে ১১ বছরের বড় সাইফ আলি খানকে বিয়ে করে দিব্যি সংসার ও ২ সন্তান সামলাচ্ছেন। তারও আগে সঞ্জয় দত্ত বিয়ে করেছিলেন ১৯ বছরের ছোট মান্যতাকে। ধর্মেন্দ্র ও হেমা মালিনির বয়সের ফারাক ১৩ বছরের, শ্রীদেবী-বনি কাপুরের ৮ বছর, দিলিপ কুমার সায়রা বানুর ২২। এদের সবার মধ্যেই লক্ষণীয় হলো, তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনই বেশ সুখের। তা হলে কি অসম প্রেমই সুখী সম্পর্কের চাবিকাঠি? যদিও এ নিয়ে নানা মুনির নানা মত আছে। অনেকে মনে করেন, বয়সের পার্থক্য বেশি হলে ভালবাসা বেশি গভীর হয়। এক্ষেত্রে সঙ্গীর প্রতি বেশি মনোযোগী ও যত্নবান হয় জুটি। আবার অনেকে বলেন, একটি সময়ের পর, যখন এক জনের অনেকটা বয়স হয়ে যায়, অন্য জনকে হয়তো তখনও বার্ধক্য সে ভাবে স্পর্শ করেনি, তখন দু’জনের জীবনযাপনে অনেক পার্থক্য দেখা দেয়। এছাড়া বয়সের পার্থক্য বেশি থাকলে বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে দেখা যায়। যেমন- কেউ হয়তো মা হতে চান, কিন্তু তার সঙ্গী চান না। আবার কেউ হয়তো শহরের কোলাহল ছেড়ে কোনো পাহাড়ি গ্রামে গিয়ে অবসর জীবন কাটাতে চান, কিন্তু তার সঙ্গীর এখনো চাকরি বা ক্যারিয়ায় উপভোগ করছেন। এমন অনেক ঘটনায় ঘটে আশপাশের অসম প্রেমের ক্ষেত্রে। তাই অসম প্রেম হলেই যে সে সম্পর্ক সুখের হবে, তেমন কোনো নিশ্চয়তাও কিন্তু নেই। বরং দু’জন মানুষের মধ্যে সমীকরণই বলে দেবে, তাদের মধ্যকার সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে।