আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভক্তদের প্রতি ঋতুপর্ণার অনুরোধ

ভক্তদের প্রতি ঋতুপর্ণার অনুরোধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৫:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  সুশান্তের মৃত্যুর খবর পেয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে তিনি লেখেন, ‘এটা ভয়ঙ্কর খবর। এমনটা হতেই পারে না। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না।’ অভিনেতার মৃত্যুতে ঠিক এভাবেই ভেঙ্গে পড়েছিলেন এই বাঙ্গলী কন্যা।
অন্য এক টুইটে ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ভালোবাসা বাড়াও। ইতিবাচক বার্তা ছড়িয়ে দাও। বর্তমানে অধিকাংশ মানুষই মানসিক অবসাদে ভুগছেন। এই কথাগুলো অন্য কারো মাঝে শেয়ার করতে পারছেন না তারা। কিন্তু এটা করা যাবে না। একে অন্যের সাহায্য এগিয়ে আসতে হবে।’
বর্তমান পরিস্থিতি ও সুশান্তের আত্মহত্যা ঋতুপর্ণার মনকে প্রচন্ডভাবে নাড়িয়ে দিয়েছে। আর সেকারণেই হয়তো ভক্তদের প্রতি অভিনেত্রীর এই অনুরোধ।
উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সিঙ্গাপুর রয়েছেন। এছাড়াও সেখানেই তার সঙ্গে আছেন দুই সন্তান রিশোনা ও অঙ্কন। সেখানে বসে থেকেই দেশের দুর্দিনে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এই চিত্রতারকা।