আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভক্তদের ১০ লাখ টাকা দেবেন অনন্ত জলিল

ভক্তদের ১০ লাখ টাকা দেবেন অনন্ত জলিল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২০ , ৬:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার ভক্তদের ১০ লাখ টাকা দেবেন। জানা যায়, ৫০০ জন ভক্তকে এই অর্থ দিবেন তিনি। আগামী ২০ মে (২৬ রোজায়) নিজের যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হবে। শনিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান তিনি। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো। ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল জানিয়েছেন, আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আজ (১৬ মে) আমি আমার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিব। আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জনকে।