আজকের দিন তারিখ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভাইরাল হওয়ার ইচ্ছে নেই কন্ঠশিল্পী জুথী আঁখি

ভাইরাল হওয়ার ইচ্ছে নেই কন্ঠশিল্পী জুথী আঁখি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ছোট থেকেই বাবা জালাল উদ্দিন মন্ডল গান শেখাতেন তাকে। তারপর নওগাঁ জেলা ধামুইরহাট ‘শিল্পকল্পা একাডেমি’তে তিন বছর লোকসঙ্গীতের উপর তালিম নিয়েছেন তিনি। এখনো ছায়ানটে নজরুল সংগীতের ওপর ‘সূচনা’তে রয়েছেন দ্বিতীয় বর্ষে। ইচ্ছেটা আরো অনেক দূর যাওয়ার। এরপর শুদ্ধ সংগীত নিয়ে চর্চাও করতে চান তিনি। তবে ভাইরাল শিল্পী হওয়ার কোন ইচ্ছে নেই তার। কাজ করে যেতে চান একুট বেছে বেছেই। সুন্দর কথা এবং সুন্দর সুরের গানই গেয়ে যেতে চান সবসময়। মরার আগ পর্যন্ত থাকতে চান গান নিয়েই। বলছি-কন্ঠশিল্পী জুথী আঁখির কথা।

যিনি ২০১৬ সাল থেকে ঢাকায় এসে গান নিয়েই ব্যস্ত ছিলেন। তখন বিভিন্ন স্টেজ-এ গান করতেন। এভাবে চলে যায় বেশ কয়েকটি বছর। তারপর ২০২০ সালে পূজা উপলক্ষে ‘জয় মা’ শিরোনামে প্রথম একটি মৌলিক গান প্রকাশ হয় তার। গানটি প্রকাশ করেছিলো ‘টিডি মিডিয়া’। এরপর বিভিন্ন কোম্পানি থেকে আরো অনেকগুলো গান প্রকাশ হয় তার। বর্তমানে তার মৌলিক গানের সংখ্যা ২৫টি।

আর কাভার গান রয়েছে- প্রায় ১’শর মতো। পার্থ মজুমদার থেকে শুরু করে এখনকার অনেকের সাথেই কাজ করেছেন তিনি। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘কেন চলে গেলে’, ‘ঘুড়ি’, ‘কেউ একটা তো চাই’, ‘যত দূরে’, ‘পরান পাখি’, ‘বেমানান’, ‘তোমার জন্য’, ‘তুমি বিহীন’, ‘ইচ্ছেরা’, ‘তোমার চোখে’ ইত্যাদি। তার গাওয়া ‘ঈদ মোবারক’ শিরোনামের একটি গানও ছিল ব্যাপক হিট। বর্তমানে কাজ করছেন- নিজের ইউটিউব চ্যানেল ‘জুথি আখি অফিসিয়াল’ নিয়ে। পাশাপাশি একটি কোম্পানিতে কর্তরত রয়েছেন এই কন্ঠশিল্পী।