আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভাঙা মন এবার জোড়া লাগছে

ভাঙা মন এবার জোড়া লাগছে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Roberঅনলাইন বিনোদন ডেস্ক: আবার পুরনো প্রেমিক রবার্ট প্যাটিনসনের কাছে ফিরছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে লস ফেলিজ সেকশনের একটি কফি হাউসে একসঙ্গে দেখা গেছে দু’জনকে। এরপর থেকে আবার চাউর হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। খবর হলিউড লাইফের।

গত মাসে মেট গালা অনুষ্ঠানে দেখা হতেই ‘টোয়াইলাইট’ জুটির পুরনো প্রেম জেগে ওঠে। তাই বান্ধবী সোকোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ক্রিস্টেন। প্যাটিনসনের মাঝে যা পেয়েছিলেন ফরাসি গায়িকার (সোকো) মাঝে যে তা নেই সেই উপলব্ধি হতে বাকি নেই ২৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর।

একটি সূত্র হলিউড লাইফকে জানিয়েছে, মেট গালায় ৩০ বছর বয়সী প্যাটিনসনকে দেখাটাই সোকোর সঙ্গে সম্পর্ক ভাঙতে সহায়ক হয়েছে ক্রিস্টেনের জন্য। ক্রিস্টেন বুঝতে পেরেছেন, প্যাটিনসনের মতো আর কারও সঙ্গে মনের সংযোগ অতোটা সুদৃঢ় হয়নি তার।

প্যাটিনসন আর নিজেকে একই আত্মা মনে করেন ক্রিস্টেন! সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে এটাই মুখ্য হয়ে উঠেছে তার কাছে। ব্রিটিশ এই অভিনেতার পাশে অল্প সময় থাকলেও চাঙ্গা হয়ে ওঠেন ক্রিস্টেন। এমন ভালোবাসা আর কোথায় পাবেন তিনি!