আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ভাঙ্গা পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান গ্রেফতার

ভাঙ্গা পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২১ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ভাঙ্গা প্রতিনিধি : ভাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানান, একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পৌর কাউন্সিলর লুৎফরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধ জগত নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।