আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ম্যাচ

ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ম্যাচ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  শ্রীলঙ্কা সফর করছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে সফরকারীরা। আজ নামার কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে। তবে বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস। জৈব সুরক্ষা বলয়ে কোভিড পজিটিভ হয়েছেন ভারতের অল-রাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ জানিয়েছে, ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচটি স্থগিত হয়েছে।

এই ম্যাচ হতে পারে বুধবার। যদিও সেটি নিশ্চিত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। একই অবস্থা ইংল্যান্ডে অবস্থিত ভারতের টেস্ট দলেও।করোনা আক্রান্ত হয়েছিলেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন তিনি। এদিকে শ্রীলঙ্কা সফর শেষে ইংল্যান্ডে ভারতের টেস্ট দলে যোগ দেয়ার কথা রয়েছে পৃথ্বী শ্ব এবং সূর্যকুমার যাদবের। এখন দলের একজনের কোভিড শনাক্ত হওয়ায় সেই সিদ্ধান্ত বদলে যায় কী না সেটিই দেখার বিষয়।