আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২২ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  পারলো না বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে এবার হেরে গেলো বড় ব্যবধানেই। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে বড় হারের মুখ দেখলো ফারজানা-জ্যোতিরা। আজ (মঙ্গলবার) হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের দেয়া ২৩০ রানের জবাবে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে প্রথমবার বিশ্বকাপের আসরে যাওয়া বাংলাদেশ।

হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৯ রান তোলে তারা। তবে ইনিংসের শুরুতে অবশ্য মনে হয়েছিলো ভারতের রান তিনশ ছুঁই ছুঁই হবে।

ওপেনিং জুটিতে ৭৪ রান তুলে ফেললেও পরে এসে আর বেশি সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। ওপেনার শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের পরে স্বস্তিকা ভাটিয়ার ফিফটি ৮০ বলে ৫০ আর ইনিংসের শেষের দিকে পুজা ভেস্তাকার ৩৩ বলে ৩০* ও স্নেহা রানার ২৩ বলে ২৭ রানে ২২৯ রানের সংগ্রহ পায় ভারত।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে ঋতু মনি ১০ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট আর নাহিদা আক্তার ৯ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।ভারতকে অপেক্ষাকৃত কম রানে আটকাতে পারলেও ২৩০ রানের লক্ষ্যটা বাংলাদেশের মেয়েদের জন্য একেবারে সহজ ছিলো না। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ভারতের বিপক্ষে জয় তুলে নিতে হলে ব্যাটিংয়ে বেশ দৃঢ়তার পরিচয়ই দিতে হতো শারমিন-রুমানাদের। সেখানেই ব্যর্থ বাংলার মেয়েরা। ভারতের বোলারদের সামনে যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের আগ্রাসী বোলিংয়ে তোপের মুখে পড়া বাংলাদেশ একবারের জন্যও ঘুরে দাঁড়ানোর আভাসটুকুও দিতে পারেনি। দলীয় ১২ রানের মাথায় ওপেনার শারমিন আক্তার ফিরে যান রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্নেহ রানার হাতে ক্যাচ দিয়ে। সেই থেকেই শুরু, বাংলাদেশের বুয়াটীং ধ্বস আর ঠেকানো গেলো না কোনোভাবেই।

আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও দলের ৩৫ রানের মধ্যেই ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের হিসেব কষা শুরু কত রানে হারতে হবে। সেখান থেকে সালমা খাতুন আর লতা মন্ডল মিলে কিছুটা চেষ্টা করেছে হারের ব্যবধান যথাসম্ভব কমাতে। দুজন মিলে করেন ৪০ রানের জুটি। দলীয় ৭৫ রানের মাথায় ঝুলন গোস্বামীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সালমা। ফেরার আগে করেন ৩৫ বলে ৩২ রান।

সালমা আউট হওয়ার পর অবশ্য রিতু মনিকে নিয়ে আরেকটি ২৩ রানের জুটি গড়েছিলেন লতা। তবে দলের ৯৮ রানে গিয়ে লতা আউট হয়ে গেলে বাংলাদেশের হারটা যেন চলে আসে আরও নিকটে।

বাংলাদেশের শেষ তিন উইকেট পড়েছে ২১ রানের ভেতরেই। দলের শেষ ব্যাটার হিসেবে ৩৬ বলে ১৬ রান করা রিতু যখন ঝুলন গোস্বামীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার পথ ধরেন ততক্ষণে উল্লাসে মেতেছেন মিতালি-স্মৃতিরা। ইনিংসের ৯.৩ ওভার বাকি থাকতেই বাংলাদেশ অলআউট ১১৯ রানে। নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারানো বাংলাদেশের এবার ১১০ রানের বড় ব্যবধানের হার ভারতের কাছে। ভারতের হয়ে ৮০ বলে ৫০ রান করা স্বস্তিকা ভাটিয়া পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২২৯/৭ (স্মৃতি ৩০, শেফালি ৪২, স্বস্তিকা ৫০, রিচা ২৬, পুজা ৩০*, স্নেহ রানা ২৭; নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-২-৩৭-৩)

বাংলাদেশ: ৪০.৩ ওভারে ১১৯ (মুর্শিদা ১৯, সালমা ৩২, লতা ২৪, রিতু ১৬; ঝুলন ৭.৩-১-১৯-২, পুজা ৬-০-২৬-২, স্নেহ রানা ১০-২-৩০-৪)

ফলাফল: ভারত ১১০ রানে জয়ী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আর দুইটি। আগামী ২৫ তারিখ ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলার মেয়েরা। আর ২৭ তারিখ ওয়েলিংটনেই নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের সাথে।