আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতের কোচের কটাক্ষের ‘জবাব’ দিল বাংলাদেশ

ভারতের কোচের কটাক্ষের ‘জবাব’ দিল বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২১ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে ১-০ গোলে জামাল ভূঁইয়রা জয় পাওয়ার পরও তাদের নিয়ে কাটাক্ষ করেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচের সেই জবাব দিল বাংলাদেশ। সোমবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে ২৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ, বড় ধাক্কা খায় ৫৪ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় (১-১) ফেরে বাংলাদেশ। এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে ম্যাচটি মীমাংসা হয়। শুক্রবার শ্রীলংকার ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ডিফেন্ডার তপু বর্মণ। জামাল ভূঁইয়াদের সেই জয়ের ম্যাচের পেনাল্টিকে হাস্যকর বলে কটাক্ষ করেন ভারতীয় কোচ।