আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারতের দিকে ১২০ কিলোমিটার গতিতে আসছে হিকা

ভারতের দিকে ১২০ কিলোমিটার গতিতে আসছে হিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৭:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবের পর এবার গুজরাটের সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় হিকা আছড়ে পড়তে চলেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে আগামী ৩ জুন মহারাষ্ট্র ও গুজরাটে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় হিকায় এই রাজ্যগুলো এবং এর আশপাশের এলাকায় বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ‘দক্ষিণ পূর্ব-পূর্ব মধ্য আরব সাগরের উপর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও তীব্রতর হবার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ জুন এই ঘূর্ণিঝড় গুজরাট ও মহারাষ্ট্রের দিকে অগ্রসর হবে। ১২০ কিলোমিটার গতিতে সমতলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।’ হিকার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার মৎস্যজীবি ও জেলেদের সতর্ক করে দেয়া হয়েছে। তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল এই ঘূর্ণিঝড় ওমানের দিকে যাচ্ছে। কিন্তু পরে জানানো হয় প্রথমে গুজরাটের দিকে অগ্রসর হবে।