ভারতে একদিনে ৮১৭ মৃত্যু, শনাক্ত ৪৫৯৫১
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতে ফের বাড়ল দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে, দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।
সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশটির মৃত্যু একটু কমে ৯০০-র নীচে নেমেছে। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটির করোনায় প্রাণ কেড়েছে ৮১৭ জন রোগীর। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের।
সংক্রমণ একটু বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা রয়েছে আড়াই শতাংশের কম। তবে দেশটির সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। কমতে কমতে তা সাড়ে ৫ লক্ষের নীচে নেমেছে। দেশটির এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।