ভারতে কমেছে মৃত্যু ও সংক্রমণ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২১ , ১:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের তুলনায় ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৭০ জনের। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৯১ হাজার মানুষ। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ৪১ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হন। মৃত্যু হয় ৫০৭ জনের।