আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে করোনায় দৈনিক মৃত্যু আবারও ৬০০ ছুঁই ছুঁই

ভারতে করোনায় দৈনিক মৃত্যু আবারও ৬০০ ছুঁই ছুঁই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৪৯০ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের। এবার পাঁচশ ছাড়াল করোনাভাইরাসে মৃত্যু। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ২৫৪ জনের। এর আগে ২৯ জুলাই ভারতে ৬৪০ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনাক্রান্ত হলেন তিন কোটি ২১ লাখ ১৭ হাজার ৮২৬ জন। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ১৯৫ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৬২ লাখ ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৪৮ হাজার ১৯১ জনের।