আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

ভারতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয়। ভারতীয় পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনায় যাচ্ছিল।

দুর্ঘটনার পর  ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ চৌহান।