আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে সেতু থেকে বাস পড়ে নিহত ১৫

ভারতে সেতু থেকে বাস পড়ে নিহত ১৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৩ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে সেতু থেকে বাস পড়ে গিয়ে অনন্ত ১৫ জন নিহত হয়েছে। এছাড়াও ২০-৩৫ জন আহত হয়েছে । আজ মঙ্গলবার মধ্যপ্রদেশের খারগোনে এই দুর্ঘটনা হয় বলে জানায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। খবর এনডিটিভি। মিশ্রা আরও জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।