আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


imageঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ের নিকটবর্তী স্থানে মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়, আজ রোববার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে কাজ করা হচ্ছিল। এ সময় আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা হয় পাংচার হয়ে যাওয়া গাড়িটিকে সাহায্যের জন্য। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি। দুর্ঘটনা স্থালে বাসটি প্রথমে দুটি প্রাইভেট কারতে সজোরে আঘাত করে। এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরো পাঁচজন মারা যায়।

মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।