আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ভারতের ঝাড়খণ্ডে হাসপাতালে আগুন লেগে দুই চিকিৎসকসহ পাঁচ জন মারা গেছেন।  শুক্রবার (২৭ জানুয়ারি) মধ‌্য রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ‌্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে ওই হাসপাতালে আগুন লেগে যায়। এতে দায়িত্বরত হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী ও সোহান খানারিসহ পাঁচ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।