আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে ২৬ হাজার জনের করোনা শনাক্ত

ভারতে ২৬ হাজার জনের করোনা শনাক্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পর পর তিন দিন ধরে ৩০ হাজারের নিচে রয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬। খবর আনন্দবাজার অনলাইনের। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও গত তিন দিন ধরে ৩০০-র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। পুরো মহামারি পর্বে করোনা ভাইরাসে ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জনের।

আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫৬ সক্রিয় রোগী কমেছে ভারতে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৬২০ জন।

চলতি বছরের ২২ মার্চ তিন লাখের কম ছিল সক্রিয় রোগী। তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে শুরু করে। মে মাসের মাঝামাঝি সময়ে তা ৩৭ লাখ ছাড়িয়ে গিয়েছিল। এরপর সংক্রমণে লাগাম পড়তে কমতে শুরু করে সক্রিয় রোগী। ছয় মাসেরও বেশি সময় পর ফের তা তিন লাখের কম হল।