আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে ৮৭ জনের ডাবল ডোজ ভ্যাকসিন নেয়া ছিল

ভারতে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে ৮৭ জনের ডাবল ডোজ ভ্যাকসিন নেয়া ছিল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


বিশেষ সংবাদদাতা, কলকাতা : বড়দিনের উৎসবের মধ্যেই মনখারাপ করা সংবাদ পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ভারতে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে ৮৭ জনের করোনার ডাবল ডোজ ভ্যাকসিন নেয়া ছিল। তিনজন আবার নিজেরাই বুস্তার ডোজ নিয়েছিলেন। রাজেশ ভূষণ জানান সবার ইতিহাস এখনও জানা যায়নি। ডাবল ডোজ নেয়া আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আক্রান্তদের মধ্যে ১২১ জন বিদেশ থেকে এসেছেন। ৪৪ জন বিদেশ থেকে আসা মানুষদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে ৮৮ জন, দিল্লিতে ৬৭ জন, তেলেঙ্গানায় ৩৮ জন, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্ণাটকে ৩১ জন এবং গুজরাটে ৩০ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, উপসর্বিহীন রোগীর সংখ্যা বেশি। আলফা, বিটা এবং ডেল্টা ভ্যারিয়েন্টের মত ওষুধ দিলেই ওমিক্রন নিরাময় হতে পারে বলে চিকিৎসকরা জানাচ্ছেন।