আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারত, আমি আসছি: খাজা

ভারত, আমি আসছি: খাজা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


‘দিনের শেষে ডেস্ক :   তৃতীয়বারের মতো ভারতের বিমান ধরতে গিয়ে বাধাগ্রস্ত হলেন অস্ট্রেলিয়ার পাকিস্তানি ক্রিকেটার উসমান খাজা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নিতে মঙ্গলবার ও বুধবার দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা ভারতে রওনা হলেও ফ্লাইটে জায়গা হয়নি তার। ভিসা জটিলতায় বিলম্বিত হয় তার আসা। অবশেষে বৃহস্পতিবার ভারতের বিমানে উঠতে পেরেছেন অজি তারকা ক্রিকেটার।

বুধবার দ্বিতীয় দলের সঙ্গে আসতে গিয়ে ধাক্কা খান খাজা। ভিসা জটিলতার কারণে তাকে একাই দেশে থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি মিমি দিয়ে অজি তারকা লেখেন, ‘আমার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে…।’

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ। প্যাট কামিন্সের দলের সঙ্গে শিগগিরই যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়।