আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ : ব্যাটসম্যান সেজে মাঠে নেমে পড়া সেই ক্রিকেট ভক্ত আজীবন নিষিদ্ধ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ : ব্যাটসম্যান সেজে মাঠে নেমে পড়া সেই ক্রিকেট ভক্ত আজীবন নিষিদ্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২১ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ড্যানিয়েল জার্ভিস জার্ভোকে এবার ভারতপ্রীতির শাস্তি ভোগ করতে হচ্ছে। লর্ডস টেস্টের পর লিডস টেস্টেও টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়েন ক্রিকেট ভক্ত জার্ভো। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে সোজা পৌঁছে যান ক্রিজে। তার কারণে খেলায় ছন্দপতন ঘটে। ফলে তাকে আজীবন নির্বাসিত করল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। নিরাপত্তাবিধি ভাঙার জন্য জার্ভোকে আর কোনওদিন লিডসের গ্যালারিতে ঢুকতে দেবে না ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। এখানেই শেষ নয়, কাউন্টি ক্লাবের পক্ষ থেকে জার্ভোকে আর্থিক জরিমানাও করা হচ্ছে। ইয়র্কশায়ার ক্রিকেটের মুখপাত্র এ ব্যাপারে বলেন, ড্যানিয়েল জার্ভিসকে হেডিংলে থেকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য তাকে আর্থিক জরিমানাও দিতে হবে।
ঠিক কি হয়েছিল? গত শুক্রবার (২৭ আগস্ট) হেডিংলে টেস্টে তৃতীয় দিনের খেলা চলছে। হাফ সেঞ্চুরি করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন রোহিত শর্মা। মাঠে নামছেন অধিনায়ক বিরাট কোহলি। ঠিক তখনই প্যাড, গ্লাভস-হেলমেট পড়ে মাঠে নেমে পড়েন জার্ভো। গায়ে ভারতীয় জার্সি। জার্সি নম্বর ৬৯। তার এমন কীর্তিতে অবাক মাঠে দাঁড়িয়ে ছিলেন ভারতের দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। মুখে মাস্ক পড়ে স্থূলকায় জার্ভোর কীর্তি দেখে অবাক হন মাঠে উপস্থিত আম্পায়ার ও অন্য ক্রিকেটাররাও। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তাকে কোলে করে মাঠ থেকে বার করে আনা হয়। গোটা ঘটনায় স্তম্ভিত হেডিংলের স্টেডিয়াম। এই কীর্তি এই প্রথম নয় জার্ভোর। লর্ডস টেস্টেও একই কীর্তি করেছিলেন তিনি। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে। মাঠে সেবার ভারতীয় দল লাঞ্চের পর ফিল্ডিং করতে নামছেন। বিরাটদের পেছন পেছন মাঠে নেমে পড়েন জার্ভো। মাঠে নেমেই ভারতীয় ফিল্ডারদের নির্দেশ দিতে থাকেন তিনি। হঠাৎই নজর পড়ায় তাকে মাঠ থেকে বার করে আনতে যান নিরাপত্তাকর্মীরা। তখন জার্ভো তাদের বলেছিলেন, তিনি ভারতীয় দলের সদস্য। লর্ডসে তাকে নিরাপত্তারক্ষীরা স্বাভাবিকভাবে বলে মাঠ থেকে বের করে দিলেও লিডসে তাকে মাঠ থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। ইংল্যান্ডের মাঠের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন জার্ভো। যার ফলে তাকে বড় সড় শাস্তিস্বরূপ আজীবন নির্বাসিতই করে দিল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।