ভারত ফেরত স্ত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে : বাড়িতে অসুস্থ স্বামীর মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে আছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার থোল্লা গ্রামের বাসনা রানী পাল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টিনে থাকা অবস্থায়ই শুনেছেন স্বামীর শারীরিক অবস্থার অবনতির কথা। তবে নিয়মের বেড়াজালে আটকে যান তিনি। সোমবার সন্ধ্যায় মারা যান বাসনা রানী পালের স্বামী রাধেশ্যাম পাল। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। স্বামীর মৃত্যুর সময়ে পাশে থাকতে পারেননি। তার শেষকৃত্যে যেন থাকতে পারেন এজন্য বাসনা রানীকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করছে সংশ্লিষ্টরা। স্বজনরা জানায়, ভারতের আগরতলায় ছেলের বাড়ি থেকে ১২ দিন আগে দেশে ফেরেন বাসনা রানী পাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফেরার পর নিয়ম অনুযায়ী তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠান সংশ্লিষ্টরা। গত দুদিন ধরেই অসুস্থ ছিলেন বাসনার স্বামী। কিন্তু কোয়ারেন্টিনে ১৪ দিন শেষ না হওয়া ও নমুনা সংগ্রহের ফলাফল না আসায় তিনি বাড়িতে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় স্বামীর মৃত্যুর খবর জানিয়ে তাকে বাড়িতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন স্বজনরা। এদিকে তার নমুনা সংগ্রহের ফলাফল না আসায় তাকে বাড়িতে নেওয়া নিয়ে স্বজনরাও চিন্তার মধ্যে আছেন। গ্রামে নেওয়ার পর কোনো ধরনের বিপত্তি ঘটে কি-না সেটাও ভাবছেন তারা। তবে বাসনা রানীর শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকার বিষয়টি তারা এলাকার মানুষকে অবহিত করেছেন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, নারীর স্বামীর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে।